স্পোর্টস ডেস্ক,
সিরিজ নিশ্চিতে খুশি হয়েছেন সৌম্য সরকার ।
অবশেষে চুড়ান্ত হলো জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের তারিখ ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়াবেন ক্রিকেটাররা প্রথম টেস্ট ২৪ অক্টোবর ।
তবে নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজে সাকিব আল হাসান ফিরবেন কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি টিম ম্যানেজমেন্টের সভায়। সিরিজে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ ম্যাচ খেলবে। হবে না টি টোয়েন্টি সিরিজ।
প্রথম টেস্টের তারিখ চূড়ান্ত হলেও, পূর্ণাঙ্গ সিরিজের সূচি এখনো ঠিক করতে পারেনি দুই বোর্ড। ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়ার ১৫ দিন আগে জাতীয় ও এইচপি দলের ক্রিকেটাররা ঢাকার একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন, জানান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
টিম ম্যানেজমেন্টের সভায় উপস্থিত ছিলেন দুই নির্বাচকসহ পরিচালক আকরাম খান, খালেদ মাহমুদ ও বোর্ডের প্রধান নির্বাহী।