নিজস্ব প্রতিবেদক, বরগুনার পাথরঘাটায় ৫ টি অস্ত্র সহ এক জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। পাথারঘাটা উপজেলার পদ্মাা গ্রামে তার নীজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় ৫ টি অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার রাত আট টার দিকে কোস্ট গার্ডে ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র সহ তাকে আটক করা হয়।
আটক মো. কামাল শিকদার কে (৩২) জলদস্যু বাহিনির সক্রিয় সদস্য ছিলেন।
আটক জলদস্যু অস্ত্র বিক্রি করতো বলেও জানিয়েছেন পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে মেহেদী হাসান ।

কামাল নিজ গ্রামের পদ্নার বাড়িতে থাকে। পরে কোস্টগার্ডের সদস্য সদ্যবেশে কামালের কাছ থেকে অস্ত্র কেনার জন্য শুক্রবার বিকেলে কামালের কাছ থেকে অস্ত্র ক্রয়ের জন্য টাকা পাঠায় কোস্টগার্ড। শুক্রবার রাতে যে কোন সময় অস্ত্র নেয়ার কথা হয়। সে অনুযায়ী আজ রাত ৭টার দিকে কামালের বাড়িতে যায় কোস্টগার্ড। পরে রাত ৯টার দিকে নিজ বসত ঘর থেকে ৫টি একনলা বন্দুকসহ কামালকে আটক করা হয়।
আটক কামালের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে কোস্টগার্ড।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) মো.সাইদ আহমেদ বলেন, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে কামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।