পাথরঘাটা-কাকচিড়া-ঢাকা মহাসড়কটি মাস তিনেক আগে নির্মাণ করা হয় কিন্তু নির্মাণ করতে না করতেই রাস্তার বিভিন্ন জায়গায় খাদল তৈরি হয়।
পাথরঘাটা ৯নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ মামুন(৩০) নামের এক যুবককে দেখা যায় তিনি এ মহাসড়কের বিভিন্ন যায়গার খাদল মেরামত করছেন নিজ হাতে।
এই মহাসড়কটি দিয়ে দৈনিক পাথরঘাটা টু ঢাকাগামী পাথরঘাটা টু চট্টগ্রামগামী পাথরঘাটা টু বরিশালগামী পাথরঘাটা টু খুলনাগামী পরিবহনসহ চলাচল করে বিভিন্ন ধরনের যানবাহন।
নাসির নামের এক রিকশা চালক বলেন, আমরা প্রতিদিন এই সড়কে রিকশা চালাই আমাদের আসা যাওয়ায় অনেক সমস্যা হয় আমরা অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করি।
পাথরঘাটা পৌরসভার সাধারণ মানুষ দাবি জানিয়েছেন যাতে এ সড়কের খাদল গুলো খুব তাড়াতাড়ি মেরামত করা হয়।