ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে এবার গ্রিসকে কার্যত হুমকিই দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ বিষয়ে আলোচনায় না বসলে বেদনাদায়ক অভিজ্ঞতার জন্য গ্রিসকে প্রস্তুত থাকতে হবে বলে এ মন্তব্য করেছেন তিনি।
এরদোয়ান বলেন, আমি সব সময় বলে এসেছি যে কোন আলোচনায় বসার জন্য প্রস্তুত তুরস্ক। এ বিষয়ে যথেষ্ট আন্তরিকতা আমাদের রয়েছে। তবে মূল সমস্যা হচ্ছে কেউ আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমরা চুপ চাপ থাকব না।
তিনি আরও বলেন, রাজনীতি ও কূটনীতির ভাষা না বুঝলে চরম মূল্য দিতে হবে গ্রিসকে। তারা যে অনৈতিক মানচিত্র ও দলিল দেখাচ্ছে তা ছিঁড়ে ফেলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি রয়েছে আঙ্কারার।
এছাড়া দেশটি যেকোনো সময় যেকোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।