মোঃ জাহাঙ্গীর আলম পলক,ঢাকা মহানগর প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়েছে আজ।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেলকে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত আছেন অ্যাডভোকেট মাসুদ মিয়া, তিনি এ বিষয়টি গনমাধ্যম কে জানান, ভোরে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।