অনন্ত সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার বাংলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা যায়। আজ সোমবার (১১ জানুয়ারি) বিকালে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার বাংলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে খবর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। জানা যায়, বাসটি দুপুরে মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বাংলা এলাকায় পৌঁছুতেই চাকায় বিকট শব্দ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হয়। তবে নিহতের কোন খবর পাওয়া যায় নি এখনও।